সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লংগদুতে জাল টাকাসহ প্রতারক চক্রের সদস্য আটক 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

লংগদুতে জাল টাকাসহ প্রতারক চক্রের সদস্য আটক 

রাঙামাটির লংগদুতে জাল টাকাসহ প্রতারক চক্রের সদস্য মো. জুয়েল মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। তার বাবার নাম মো. খোরশেদ আলম প্রকাশ খোকা। গত শনিবার সন্ধ্যায় বাইট্টাপাড়া বাজার থেকে আটক করা হয় তাকে।

লংগদু থানার এসআই মশিউর আলম ও এসআই শাহাবুর আলমের নেতৃত্বে ফোর্সসহ অভিযান পরিচালনা করে আটক করা হয় জুয়েলকে। এ সময় তার কাছ থেকে ১০০০ টাকার ৯৯টি জাল নোট জব্দ করা হয়।

প্রতারক চক্রের সদস্য জুয়েল জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গত শনিবার মাইনীমূখ বাজারে গরু বিক্রি হয়। সেখানে জাল টাকাগুলো চালানোর পরিকল্পনা ছিল তার।

এ বিষয়ে লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, জুয়েলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।

টিএইচ